শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
নোয়খালীতে শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা; ধর্ষক গ্রেপ্তার কুড়িগ্রামে সবজি চাষ বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত মেহেরপুর বুড়িপোতা ইউনিয়ানে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী মতবিনিময়ে সভা অনুষ্ঠিত টেকনাফ কোস্ট গার্ডের অভিযানে ৩ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা জব্দ। ইউএনও রাসেল ও সহযোগীদের শাস্তির আওতায় আনতে স্মারকলিপি প্রদান উখিয়া-টেকনাফে গহীন পাহাড়ে যৌথ-বাহিনীর অভিযানে অস্ত্র মাদক জব্দ। আদিনা কলেজে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত নওগাঁয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে পরিসর তিনদিন ব্যাপী মেলার শুভ উদ্বোধন মিয়ানমারের পাচারকালে টেকনাফে ৭৪২ বস্তা ইউরিয়া সারসহ আটক ১১। রংপুরের কাউনিয়ায় নকলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

ভুরুঙ্গামারী হাসপাতালে ওষুধ বিতরণে অনিয়ম: অভিযোগ সাধারণ জনগণের, তদন্তের আশ্বাস স্বাস্থ্য কর্মকর্তার

ফাতেমা আক্তার লিজা

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালের একজন মিডওয়াইফারি দুইটি আলাদা টিকিটে প্রতিটি আইটেমের ৪০টি করে ওষুধ সংগ্রহ করেছেন। অভিযোগে আরও জানা যায়, টিকিটে নিজে ওষুধের নাম লিখে নিয়ে আসেন এবং কর্তব্যরত এক চিকিৎসকের স্বাক্ষর নিয়ে তা সংগ্রহ করেন।

সাধারণ রোগীরা অভিযোগ করেছেন, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা যদি এভাবে ওষুধ নিয়ে যান, তাহলে সাধারণ মানুষ চিকিৎসা নিতে এসে খালি হাতে ফিরে যেতে বাধ্য হন। এটি জনসাধারণের প্রাপ্য সেবার উপর একটি বড় ধরনের আঘাত।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সায়েম বলেন, “হাসপাতালে জনবল স্বল্পতা রয়েছে, ফলে অনেক ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তবে এ ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। আমি বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।”

তবে প্রশ্ন উঠেছে, জনবল কম থাকায় কেউ স্বেচ্ছায় সেবা দিতে চাইলে তার আইনি সুযোগ আছে কি না। সংশ্লিষ্টদের মতে, সরকারি স্বাস্থ্যসেবায় নিয়মবহির্ভূতভাবে স্বেচ্ছাসেবার সুযোগ না থাকলেও, যেকোনো সৎ ব্যক্তি যদি বিধিসম্মতভাবে সহযোগিতা করতে চান, তবে তা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিবেচনা করা যেতে পারে।

সচেতন নাগরিকরা মনে করছেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ওষুধ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ মানুষ তাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত না হন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত