সোমবার, ০৫ মে ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন
ফাতেমা আক্তার লিজা
ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ মে) বিকেলে উপজেলার জয়মনিরহাট খাদ্য গুদামে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ আরেফিন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুল ইসলাম, জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদূদ, আন্ধারীঝাড় ইউনিয়নের চেয়ারম্যান জাভেদ আলী মন্ডল, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক এবং সুমন গ্রুপের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মো. খাদেমুল হক।
এবারের মৌসুমে ভূরুঙ্গামারী উপজেলায় ১২,৯৭২ মেট্রিক টন চাল প্রতি কেজি ৪৯ টাকা দরে এবং ১,১৪৭ মেট্রিক টন ধান প্রতি কেজি ৩৬ টাকা দরে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও গোলাম ফেরদৌস বলেন, “সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও চাল সংগ্রহের এই কার্যক্রম কৃষকদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করবে। কোনো প্রকার হয়রানি বা মধ্যস্বত্বভোগীর সুযোগ থাকবে না—এ বিষয়ে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে।”
উল্লেখ্য, এই ধান ও চাল সংগ্রহ কার্যক্রম সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে।