বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির সেমিনার; কুইজ প্রতিযোগিতা ও র‍্যফেল ড্র অনুষ্ঠিত গাজীপুরে মাওলানা রইস উদ্দিনকে নির্যাতনের পর কারাগারে মৃত্যু : সারাদেশে বিক্ষোভ-সমাবেশে উত্তাল আহলে সুন্নাত জনতা, ৭২ ঘণ্টার আলটিমেটাম চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বিএসটিআই’র যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার-৩ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক গোবিন্দগঞ্জে বাড়ীতে হামলা ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘন্টা পর উদ্ধার, মূল অভিযুক্ত সঞ্চয় গ্রেফতার নওগাঁর পোরশায় ৮ম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের মামলায় দুইজন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার 

ভূরুঙ্গামারীতে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৪৫ জন।

 

মোছা: সমাপ্তি ইসলাম

বিশেষ প্রতিনিধি কুড়িগ্রাম

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছয়টি ভেন্যুতে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার স্কুল, মাদরাসা ও কারিগরি শাখার ২ হাজার ৪৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। প্রথম দিন অনুষ্ঠিত পরীক্ষায় ৪৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

বৃহস্পতিবার এসএসসি ও কারিগরি শাখার বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। অপরদিকে দাখিলের কুরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৪টি ভেন্যুতে এসএসসি, ১টি ভেন্যুতে দাখিল ও ১টি ভেন্যুতে কারিগরি শাখার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া ভেন্যুগুলো হলো ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সোনাহাট উচ্চ বিদ্যালয় ও সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়।

ভূরুঙ্গামারী ফাযিল মাদরাসা ভেন্যুতে দাখিল পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। দিয়াডাঙ্গা আইডিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভেন্যুতে এসএসসি কারিগরি শাখার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এসএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়েছে ১ হাজার ৮০৮ জন, দাখিলের কুরআন মাজিদ পরীক্ষা দিয়েছে ৩৪২ জন। কারিগরি শাখার বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়েছে ৩২৩ জন। এসএসসির ১৩ জন, দাখিলের ১৭ জন ও কারিগরি শাখার ১৫ জন শিক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল।

উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান বলেন, এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত