সোমবার, ১৯ মে ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
ফাতেমা আক্তার লিজা
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে পুলিশের নাশকতা বিরোধী বিশেষ অভিযানে সাবেক আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ভূরুঙ্গামারী থানা পুলিশের নাশকতা বিরোধী বিশেষ অভিযানে চরভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মোঃ সদরুল আলম বাবু (৫৫)–কে গ্রেফতার করা হয়েছে।
তিনি উপজেলার চর ভূরুঙ্গামারী এলাকার মৃত আব্দুল কাদের এর পুত্র। রবিবার দুপুরে বাবুর হাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, নাশকতা সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি (অফিসার ইনচার্জ) আল হেলাল মাহমুদ বলেন,
যথাযথ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।