সোমবার, ১২ মে ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
ফাতেমা আক্তার লিজা
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বজ্রপাতে একই পরিবারের ছয়জন আহত হয়েছেন। রবিবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম গ্রামের আঙ্গাতী পাড়ায় এ ঘটনা ঘটে। হঠাৎ করে শুরু হওয়া ঝড়-বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত শুরু হলে খোলা জায়গায় অবস্থানরত ওই পরিবারের সদস্যরা বজ্রাঘাতে আহত হন।
আহতরা হলেন—মাহমুদুল হাসান কামরুল (৩০), সুমাইয়া খাতুন (১৪), সুখজান (৪৫), মাসরুল ইসলাম (৫), মুহিববুল্লাহ (২৭) ও সাগর আলী (২০)। আহতদের মধ্যে দুজন শিশু এবং একজন নারী রয়েছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সময় পরিবারের কয়েকজন সদস্য মাঠের পাশে ও বাড়ির উঠানে কাজ করছিলেন। হঠাৎ মেঘ ডাকতে শুরু করলে তারা দ্রুত আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। কিন্তু এরই মধ্যে প্রবল শব্দে একটি বজ্রপাত আঘাত হানে তাদের খুব কাছাকাছি স্থানে। এ সময় তারা সবাই বজ্রাঘাতে মাটিতে লুটিয়ে পড়েন।
পরবর্তীতে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে ঘরে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে আহতরা সবাই বিপদমুক্ত এবং বাড়িতেই বিশ্রামে রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাকৃতিক দুর্যোগে আমাদের আরও সচেতন হতে হবে। বজ্রপাতের সময় ঘরের বাইরে যাওয়া উচিত নয়।” তিনি সকলকে ঘন ঘন আবহাওয়া পর্যবেক্ষণ করার পরামর্শ দেন।
বজ্রপাতের এমন ঘটনায় এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা বলেন, হঠাৎ আবহাওয়ার এমন পরিবর্তনে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। পাশাপাশি শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার আহ্বান জানান স্থানীয়রা।