বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বিএসটিআই’র যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার-৩ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক গোবিন্দগঞ্জে বাড়ীতে হামলা ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘন্টা পর উদ্ধার, মূল অভিযুক্ত সঞ্চয় গ্রেফতার নওগাঁর পোরশায় ৮ম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের মামলায় দুইজন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার  পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের ভার্চুয়াল অংশগ্রহণ মেহেরপুরে নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্রদের সংবাদ সম্মেলন।

নিজস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার বিকেলে ভূরুঙ্গামারী প্রেসক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত বক্তব্যের মাধ্যমে ভূরুঙ্গামারীর চলমান ঘটনা ও সোনাহাট স্থলবন্দরের বিষয়ে তাদের অবস্থান পরিস্কার করা হয়। এছাড়া ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কার্যক্রম মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, সোনাহাট স্থলবন্দর নিয়ে প্রকাশিত সংবাদে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভুল ভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা কিছু অভিযোগের ভিত্তিতে গত ১৭ আগস্ট সোনাহাট স্থলবন্দরে গিয়ে সেখানকার দুর্নীতি খুঁজে বের করার চেষ্টা করেন। তবে সেখানে দুর্নীতির সন্ধান পাওয়া যায়নি। পরে শিক্ষার্থীরা জানতে পারে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তি তার ব্যক্তিস্বার্থ হাসিল করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মিথ্যা তথ্য দিয়েছেন।  অপরদিকে সীমান্তবর্তী এলাকা হওয়ায় নিরাপত্তার স্বার্থে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের স্থলবন্দর থেকে সরে আসতে বলেন। এতে শিক্ষার্থীরা সেখান থেকে চলে আসে। পরবর্তীতে সোনাহাট স্থলবন্দর নিয়ে কিছু সংবাদ মাধ্যমে যে সংবাদ প্রকাশ হয়েছে তার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন যোগসূত্র নেই। ভূরুঙ্গামারীর বিভিন্ন স্থানে শিক্ষার্থী পরিচয়ে কিছু সংখ্যক অতি উৎসাহী ভাংচুর, চাঁদাবাজি, মারামারি ও জমি দখল ইত্যাদি করছে। এদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সম্পর্ক নেই। এছাড়া দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের লাঞ্ছিত করার ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। একজন প্রকৃত শিক্ষার্থী এমন কাজ করতে পারে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এসব কাজের তীব্র নিন্দা জানানো হয়। ভূরুঙ্গামারীতে মঙ্গলবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কার্যক্রম পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্থগিত করা হলো। সংবাদ সম্মেলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জামাদুস সানী জুয়েল, ইয়াকুব আলী শ্রাবণ ও ওয়াছি আনান অন্তিম প্রমুখ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত