বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বিএসটিআই’র যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার-৩ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক গোবিন্দগঞ্জে বাড়ীতে হামলা ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘন্টা পর উদ্ধার, মূল অভিযুক্ত সঞ্চয় গ্রেফতার নওগাঁর পোরশায় ৮ম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের মামলায় দুইজন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার  পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের ভার্চুয়াল অংশগ্রহণ মেহেরপুরে নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে ভূয়া কাজীদের জন্য অবাধে বারছে বাল্য বিবাহ

 

 

মোছা: সমাপ্তি ইসলাম

ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ক্রমেই বেড়ে চলেছে বাল্য বিবাহ। আর এসব করাচ্ছে নিকাহ রেজিস্ট্রার (কাজী) ভুয়া কাজী। মোটা অঙ্কের টাকার বিনিময়ে অবৈধভাবে বিয়ে রেজিস্ট্রি করে বিপদে পছেন গ্রামের সহজ সরল সাধারণ মানুষ। বাল‍্য বিয়ে পড়িয়ে বর ও কনে পক্ষকে ভুয়া কাজিদের দিচ্ছে মোটা অঙ্কের টাকা।

উপজেলার ১০টি ইউনিয়নে নিবন্ধিত নিকাহ রেজিস্ট্রার থাকলেও এর বাইরে বিভিন্ন জায়গা থেকে নিকাহ রেজিস্ট্রার ভলিউম সংগ্রহ করে প্রায় ২০ থেকে ২৫ জন ব‍্যক্তি নিজেদের কাজী দাবি করে নিকাহ রেজিস্ট্রার করে যাচ্ছে। এসব ভুয়া কাজী বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে গিয়ে কাবিন রেজিস্ট্রির নামে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের অর্থ।

এসব ভুয়া কাজিদের লাইসেন্স না থাকায়, নিজের ইচ্ছেমতো অবৈধ কর্মকাণ্ড করে যাচ্ছেন। তাদের কোন জবাবদিহি করতে হয় না। তাই তারা আইন কানুনের কোন তোয়াক্কাও করে না। ফলে আইনগত জটিলতায় পড়ছেন অনেক নবদম্পতিরা।
স্বাস্থ্য ঝুকিতে পরছেন অনেক কিশোরী।
বিভিন্ন সূত্রে জানা গেছে, এই ভুয়া কাজিরা সাধারণত জাল নথি ব্যবহার করে বিয়ে পড়ানোর অনুমতি দাবি করেন। তাঁরা সাধারণ মানুষের অজ্ঞতাকে কাজে লাগিয়ে অবৈধ বিয়ে, অবৈধ তালাকনামা ও বিয়ের ভুয়া নকল সনদ তৈরি করে বিপদে ফেলছেন সাধারণ মানুষকে।

এব্যাপারে সরকার অনুমোদিত কাজি তছলিম উদ্দিন, ওসমান আলী ও আলা উদ্দিন জানান, এসব ভুয়া কাজিদের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার অবগত আছেন। মাসিক আইন শৃঙ্খলা মিটিং এ আলোচনাও হয়েছে। কিন্তু কোন ভাবেই তাদের দৌরাত্ম্য কমানো যাচ্ছে না।

এব্যাপারে কাজি সমিতির কুড়িগ্রাম জেলা সভাপতি নুরুজ্জামান জানান, এসব ভুয়া কাজিদের নামের তালিকা আপনারা পত্রিকায় প্রকাশ করেন, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, অভিযোগ পেলে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে পরামর্শ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তবে অনুমোদিত কাজিদের তালিকা দেখে বিয়ে ও তালাক সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরামর্শ দেন তিনি।

এবিষয়ে কুড়িগ্রাম জেলা রেজিস্ট্রার রুহুল কুদ্দুস জানান, আমি এখানে নতুন যোগদান করেছি। খোঁজ খবর নিচ্ছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত