মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন।

 

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ সোমবার (১৯ মে) বিকেলে উপজেলা কোর্ট মসজিদ চত্বরে মসজিদটির ভিত্তি প্রস্থর স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস।

এ সময় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল ফারুক, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি, ভূরুঙ্গামারী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, বিএনপি নেতা কাজী নিজাম উদ্দিনসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও মসজিদের মূছুল্লিরা উপস্থিত ছিলেন।

১৫ কোটি টাকা ব্যয়ে জেলা গণপূর্ত বিভাগের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বাবর এসোসিয়েট মসজিদটি নির্মাণ করবেন।

আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত মডেল মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্সে নারী ও পুরুষদের আলাদা ওজু এবং নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরি, গবেষণা কেন্দ্র, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, পবিত্র কুরআন হেফজ বিভাগ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মরদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, অটিজম কেন্দ্র, গণশিক্ষা কেন্দ্র, ইসলামী সংস্কৃতি কেন্দ্র থাকবে।

এ ছাড়া ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা ও গাড়ি পার্কিংয়ের সুবিধা রাখা হবে।

উল্লেখ্য, এর আগে ভূমি জটিলতার কারণে মসজিদ কমপ্লেক্সটির নির্মাণ কাজ পিছিয়ে গিয়েছিলো। এটি বাস্তবায়ন হলে এতে একসাথে ৯শত মূছুল্লি নামাজ আদায় করতে পারবেন। শুধু নামাজ আদায় নয়, এসব মসজিদ হবে গবেষণা, ইসলামি সংস্কৃতি ও জ্ঞানচর্চা কেন্দ্র।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত