বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বিএসটিআই’র যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার-৩ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক গোবিন্দগঞ্জে বাড়ীতে হামলা ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘন্টা পর উদ্ধার, মূল অভিযুক্ত সঞ্চয় গ্রেফতার নওগাঁর পোরশায় ৮ম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের মামলায় দুইজন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার  পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের ভার্চুয়াল অংশগ্রহণ মেহেরপুরে নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান আটক

নিজস্ব প্রতিবেদক, ভূরুঙ্গামারীঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যৌথ বাহিনীর অভিযানে তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানকে আটক করা হয়েছে।

১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে তাকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে কামরুজ্জামানকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

কামরুজ্জামানের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তিলাই ইউনিয়নসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তার গ্রেপ্তারকে ন্যায়বিচার হিসেবে দেখছেন, আবার কেউ দাবি করছেন এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “তিনি দীর্ঘদিন ধরে নানা বিতর্কের মুখে ছিলেন। তবে তিনি অপরাধ করেছেন কি না, সেটি আদালতই নির্ধারণ করবে।”

উল্লেখ্য যে, গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় অপর একটি মামলায় তিনি জামিনে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত