বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বিএসটিআই’র যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার-৩ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক গোবিন্দগঞ্জে বাড়ীতে হামলা ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘন্টা পর উদ্ধার, মূল অভিযুক্ত সঞ্চয় গ্রেফতার নওগাঁর পোরশায় ৮ম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের মামলায় দুইজন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার  পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের ভার্চুয়াল অংশগ্রহণ মেহেরপুরে নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে সীমান্তে শূন্য রেখায় স্থাপিত সিসি ক্যামেরা অবশেষে খুলে নিল বিএসএফ।

মোঃ কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ  কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাঁশজানি সীমান্তের শূন্য রেখায় স্থাপিত সিসি ক্যামেরাটি অবশেষে বিজিবি কড়া প্রতিবাদের মুখে খুলে নিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার ১১ (ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ভারতের ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ছোট গাড়লঝড়া ক্যাম্পের সদস্যরা ক্যামেরাটি খুলে নেন।

এর আগে ৯ ফেব্রুয়ারি মধ্য রাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮ এর সাব পিলার ৯ এর নিকটে সীমান্ত শূন্য রেখায় ভারতের অভ্যন্তরে দক্ষিণ বাঁশজানি (জোড়া) মসজিদ নামক স্থানে ভারতের ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ছোট গাড়লঝড়া ক্যাম্পের সদস্যরা একটি ইউক্যালিপটাস গাছের সঙ্গে বাংলাদেশের দিকে মুখ করে একটি সিসি ক্যামেরা স্থাপন করে।

পরে এলাকাবাসী বিষয়টি বিজিবি দিয়াডাঙ্গা ক্যাম্পে জানায়। ক্যামেরাটি স্থাপনের পর হতে বিজিবি জোড়ালো প্রতিবাদ করে আসছিল। ১০ ফেব্রুয়ারি সারাদিন এ নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দফায়  দফায় পতাকা বৈঠক হলেও কোন সুরাহা হয়নি।

পরে ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা আনুমানিক ১১ঘটিকার দিকে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদে বিএসএফ ক্যামেরাটি অপসারণ করতে সম্মতি প্রকাশ করে এবং মঙ্গলবার রাতেই সিসি ক্যামেরাটি সরিয়ে নেয়।

বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান বিএসএফ কর্তৃক ক্যামেরা খুলে নিয়ে যাওয়ার বিষয়টি এক ক্ষুদে বার্তায় সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত