বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে কিশোরীর আত্মহত্যা: প্রেমিকের বিয়েতে অস্বীকৃতি, প্রাথমিক ধারণা রূপগঞ্জে অবৈধ আবাসন কোম্পানীর সাইনবোর্ড গুড়িয়ে দিয়েছে প্রসাশন ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেফতার। চিলমারীতে “কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের” দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর নওগাঁর মহাদেবপুরে ভূমি জালিয়াতি ও চাঁদাবাজির মামলায় আওয়ামীলীগের সভাপতি লিচু বাবু গ্রেফতার ভালুকায় নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মেহেরপুর আমঝুপী ইউনিয়ন জামায়াতে ইসলামী নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা গোপালগঞ্জে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান: অনিয়মের সত্যতা মিলেছে ভূরুঙ্গামারীতে ১৪ রোহিঙ্গা আটক, বিজিবির কাছে হস্তান্তর।

ভূরুঙ্গামারীতে ১৪ রোহিঙ্গা আটক, বিজিবির কাছে হস্তান্তর।

 

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজার এলাকা থেকে ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় জনতা।

আজ (৭ মে) বুধবার ভোরে ফজরের নামাজের পর তাদের ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে স্থানীয় মুসুল্লিরা তাদের আটক করেন।

পরে তাদের চর ভূরুঙ্গামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বাড়িতে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আগে রোহিঙ্গা ক্যাম্প থেকে ভারতে গিয়েছিলেন এবং সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে কয়েক বছর জেল খেটেছেন। এরপর সাজার মেয়াদ শেষে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে তারা দাবি করেন।

আটকদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৮ জন শিশু-কিশোর রয়েছে। পরবর্তীতে জাহাঙ্গীর আলমের মাধ্যমে কুড়িগ্রাম ২২ বিজিবির ভাওয়ালেরকুড়ি ক্যাম্পের সদস্যদের কাছে তাদের হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহাবুব-উল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্তারিত তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত