বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির সেমিনার; কুইজ প্রতিযোগিতা ও র‍্যফেল ড্র অনুষ্ঠিত গাজীপুরে মাওলানা রইস উদ্দিনকে নির্যাতনের পর কারাগারে মৃত্যু : সারাদেশে বিক্ষোভ-সমাবেশে উত্তাল আহলে সুন্নাত জনতা, ৭২ ঘণ্টার আলটিমেটাম চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বিএসটিআই’র যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার-৩ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক গোবিন্দগঞ্জে বাড়ীতে হামলা ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘন্টা পর উদ্ধার, মূল অভিযুক্ত সঞ্চয় গ্রেফতার নওগাঁর পোরশায় ৮ম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের মামলায় দুইজন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার 

ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান সীরাজ জেল হাজতে

ফাতেমা আক্তার ( লিজা), ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি আলহাজ্ব শাহজাহান সীরাজকে আজ কুড়িগ্রাম জেলা জজ কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করেন। পরে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়।

শাহজাহান সীরাজ ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার এলাকার কলেজ রোডের বাসিন্দা। তিনি বহু বছর ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থেকে উপজেলার সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

জানা যায়, গত ২০২৪ সালের ৪ আগস্ট আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ রয়েছে, তিনি এই হামলার মূল পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা ছিলেন। ঘটনায় ছাত্র ও সাধারণ জনগণের অনেকে আহত হন, যার কারণে এলাকাজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

এছাড়াও, সভাপতির দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, পদ বিক্রি, এবং দলীয় প্রতীকে চেয়ারম্যান মনোনয়নের ক্ষেত্রে আর্থিক লেনদেনসহ একাধিক অভিযোগ উঠেছিল। স্থানীয়দের অভিযোগ, তিনি তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিলেন এবং দলের ভিতরে স্বজনপ্রীতির মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করেন।

আজ আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়, যা ভূরুঙ্গামারী রাজনীতিতে একটি বড় ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। অনেকেই মনে করছেন, তার গ্রেফতারের মাধ্যমে স্থানীয় রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার পথ উন্মুক্ত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত