বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির সেমিনার; কুইজ প্রতিযোগিতা ও র‍্যফেল ড্র অনুষ্ঠিত গাজীপুরে মাওলানা রইস উদ্দিনকে নির্যাতনের পর কারাগারে মৃত্যু : সারাদেশে বিক্ষোভ-সমাবেশে উত্তাল আহলে সুন্নাত জনতা, ৭২ ঘণ্টার আলটিমেটাম চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বিএসটিআই’র যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার-৩ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক গোবিন্দগঞ্জে বাড়ীতে হামলা ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘন্টা পর উদ্ধার, মূল অভিযুক্ত সঞ্চয় গ্রেফতার নওগাঁর পোরশায় ৮ম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের মামলায় দুইজন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার 

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কামরুল; সদস্য সচিব এস এম মনিরুজ্জামান

এস এম মনিরুজ্জামান, র্স্টাফ রিপোর্টার (দৈনিক সরেজমিন): কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির নতুন ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ (২৭ ডিসেম্বর) শুক্রবার, ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির অফিসে অনুষ্ঠিত এক জরুরী মিটিংয়ে সকল সদস্যদের উপস্থিতিতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে মো: কামরুল হাসান কাজল-কে আহ্বায়ক, আবু সুফিয়ান পারভেজ-কে যুগ্ম আহ্বায়ক এবং এস এম মনিরুজ্জামান-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- দৈনিক একুশের কন্ঠ পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি রাহিমুল ইসলাম রিদয় , দৈনিক দেশ সেবা পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুর রউফ মন্ডল

এ বিষয়ে নবগঠিত কমিটির সদস্য সচিব এস এম মনিরুজ্জামান বলেন, “ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটি সবসময়ই আমাদের সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা বর্তমান কমিটি হিসেবে তা আরও শক্তিশালী এবং সংগঠিত করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করব ইনশাআল্লাহ। সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।”

তিনি আরও বলেন, “ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটি শুধু সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা করবে না, বরং সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালনে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখবে। নতুন কমিটি সকল সাংবাদিকের মতামতকে গুরুত্ব দেবে এবং সংগঠনটির অভ্যন্তরীণ একতা ও স্বচ্ছতা বাড়ানোর জন্য কাজ করবে।”

এছাড়া, জরুরী মিটিংয়ে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মো: মেসবাহুল আলম। তিনি নবগঠিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন, “একটি সংগঠন সঠিকভাবে পরিচালিত হলে, তা শুধু সদস্যদের জন্য নয়, পুরো সমাজের জন্য উপকারী হতে পারে। আমি আশা করি নতুন কমিটি সংগঠনের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা পালন করবে।”

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটি দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং এলাকার সামাজিক সেবা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন কমিটির কার্যক্রম এধরনের কাজকে আরও ত্বরান্বিত করবে বলে আশাবাদী স্থানীয় সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত