বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বিএসটিআই’র যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার-৩ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক গোবিন্দগঞ্জে বাড়ীতে হামলা ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘন্টা পর উদ্ধার, মূল অভিযুক্ত সঞ্চয় গ্রেফতার নওগাঁর পোরশায় ৮ম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের মামলায় দুইজন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার  পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের ভার্চুয়াল অংশগ্রহণ মেহেরপুরে নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিতে মানববন্ধন

মতানৈক্য দূর করে ঐক্যবদ্ধ হোন। জামায়াতকে শায়েখে চরমোনাই

নিজস্ব প্রতিবেদকঃ মতানৈক্য দূর করে একই আদর্শের দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

তিনি বলেন, ‘নৈতিক আদর্শের মিল না থাকলে ঐক্য হয় না। এটা চমৎকার সুযোগ। অনৈতিক লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না। ঐক্য হতে হবে টেকসই, যেটা ভাঙবে না, ফাটল ধরবে না।

 

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবি জানানো হয়।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘আমি জামায়াতকে বলবো, আপনারা যদি মনে করেন আমাদের কোনোরকম বুঝিয়ে-শুনিয়ে এই নির্বাচনী তরি পাড়ি দিবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। আপনারা আসুন, বসুন। মতানৈক্য দূর করে ঐক্যবদ্ধ হোন। যেই ঐক্য কেউ ভাঙতে পারবে না।’

 

তিনি বলেন, ‘ভারত ফারাক্কায় বাঁধ দিয়েছে। তিস্তার সমস্যা সমাধান করেনি। ভারত প্রতিবছর বাংলাদেশের মানুষকে পানি ছেড়ে ডুবিয়ে দেয়। বাংলাদেশের মানুষকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র করা হয়েছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, ‘বর্তমান সরকারকে আলেম ওলামা ও জ্ঞানীদের দিয়ে নতুন শিক্ষা কমিশন করতে হবে। ৯২ শতাংশ মানুষের চিন্তা চেতনা বাদ দিয়ে কোনো সিলেবাস হতে পারে না।’

 

আগামীর বাংলাদেশ হবে বৈষম্যবিরোধী- এমন মন্তব্য করে তিনি বলেন, ‘এখানে সবার অধিকার থাকবে। এ বাংলাদেশ সবার বাংলাদেশ। ভেদাভেদ সৃষ্টির বাংলাদেশ আমরা চাই না। কেউ থাকবে ১০ তলায়, কেউ খাবে কেউ খাবে না- সে বাংলাদেশ দেখতে চাই না। বাংলাদেশের সব নাগরিকের সমান সুযোগ সুবিধা থাকতে হবে।’

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত