বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বিএসটিআই’র যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার-৩ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক গোবিন্দগঞ্জে বাড়ীতে হামলা ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘন্টা পর উদ্ধার, মূল অভিযুক্ত সঞ্চয় গ্রেফতার নওগাঁর পোরশায় ৮ম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের মামলায় দুইজন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার  পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের ভার্চুয়াল অংশগ্রহণ মেহেরপুরে নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে বৃত্তির চেক বিতরণে ডিসির বিরুদ্ধে অপপ্রচারে হতাশ ময়মনসিংহবাসী

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে অনিয়ম হওয়ার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনার সাথে জড়িত থাকার মিথ্যা অভিযোগে জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলমকে অভিযুক্ত করে বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশে হতাশ হয়েছেন ময়মনসিংহের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

সূত্রমতে এদিন ময়মনসিংহ জেলা প্রশাসকের হলরুমে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বৈঠক শেষ না হওয়ায় অনুষ্ঠানটি এক ঘণ্টা পিছিয়ে যায়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকসহ কিছু গণমাধ্যমকর্মী ও পিআইডির অতিথিরা। কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার আগে ময়মনসিংহ প্রেসক্লাবের সাংবাদিকদের প্ররোচনায় জেলা প্রশাসকের অনুপস্থিতিতেই দ্রুত সিদ্ধান্ত নিয়ে কল্যাণ ট্রাস্টের এমডি এম আব্দুল্লাহ সেখানে উপস্থিত না হয়ে রাস্তায় চেক বিতরণ করেন। ডিসির অনুপস্থিতিতে রাস্তায় চেক বিতরণ করিয়ে তারাই আবার ডিসির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ঘটনাটিকে একটি ষড়যন্ত্র বলেই মনে করছে বিভিন্ন সামাজিক মহল।

এদিকে ময়মনসিংহের মানবিক ও জনবান্ধব জেলা প্রশাসক মুফিদুল আলমের বিরুদ্ধে সাংবাদিকদের কল্যাণ ট্রাস্টের চেক বিতরণে ডিসিকে জড়িয়ে অনিয়মের মিথ্যা গুজবটিকে মিথ্যা এবং বানোয়াট বলে দাবী এই ঘটনার তীব্র নিন্দা ক্ষোভের সৃষ্টিও হয়েছে বিভিন্ন মহলে।

এ বিষয়ে জেলা প্রশাসক মুফিদুল আলম জানান, অনুষ্ঠানটির জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছিল। কিন্তু, সঠিক সময়ে মিটিং শেষ না হওয়ায় কিছুটা বিলম্ব হওয়ার কারণে বিতর্ক সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসক আরও জানান, তার রুমে অতিথি ও সাংবাদিকরা অপেক্ষা করছিলেন, তবে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই তারা না জানিয়ে রাস্তায় চেক বিতরণ করেন, যা তার প্রতি মিথ্যা অভিযোগের জন্ম দেয়। জেলা প্রশাসক বিষয়টি একেবারেই ভুল বুঝাবুঝি হিসেবে চিহ্নিত করে বলছেন,এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। এখানে কোন অনিয়ম হয়নি।

এই ঘটনার পর কিছু গণমাধ্যমে জেলা প্রশাসকের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করা হয়। জেলা প্রশাসক বলেন, এটি একটি পরিকল্পিত আক্রমণ, যার মাধ্যমে তাকে বিতর্কিত করা হয়েছে। সম্প্রতি ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের আন্দোলন চলমান রয়েছে। ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি পদাধিকার বলে জেলা প্রশাসক তাই তার মাধ্যমে প্রেসক্লাব সংস্কার কমিটির সাংবাদিকরা সদস্যরা সুরহা করার দাবী জানিয়েছেন । প্রেসক্লাবের নির্বাচন ছাড়াই অনির্বাচিত কমিটি তাদের কার্যক্রম স্বার্থ হাসিল করতে কিছুদিন যাবত কৌশলী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাদের আত্মীয় স্বজন ও মতাদর্শ ঘরনার সদস্যদের বারবার আর্থিক অনুদান প্রদান করার বিতর্কও রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত