রবিবার, ২৫ মে ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

মহেশখালীতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস’কে হত্যার হুমকি দাতা আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

মিজবাহ উদ্দীন আরজু, মহেশখালী ::

কক্সবাজারের মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে বাংলাদেশে নিযুক্ত (সাবেক মার্কিন রাষ্ট্রদূত) পিটার হাস’কে গত ১৫ নভেম্বর ২০২৩ ইং কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে হত্যার হুমকি দাতা নিষিদ্ধ সংগঠন আ.লীগ মহেশখালী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলমসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।

২৪ মে (শনিবার) দিবাগত গভীর রাতে মহেশখালী থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হকের নেতৃত্বে পুলিশ একটি চৌকস টিম হোয়ানক ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বানিয়া কাটা এলাকার মৃত আহমদ হোসাইন এর পুত্র উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোয়ানক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশে নিযুক্ত (সাবেক মার্কিন রাষ্ট্রদূত) পিটার হাস’কে হত্যার হুমকি দাতা ফরিদুল আলম (৭০), কালারমারছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মিজ্জির পাড়া এলাকার মাস্টার এলাহাদাদ এর পুত্র মহেশখালী উপজেলার কৃষক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান (৫০), হাজী দলিলুর রহমান এর পুত্র আহমুদুর রহমান (৫৫) ও মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোঃ সাদ্দাম হোসেন (৩০)।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন- থানা পুলিশের বিশেষ অভিযানে হোয়ানক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলমসহ ৪ জনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত