মিল্টন সমাদ্দার ও স্ত্রীকে কারাগারে প্রেরণের আদে
মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
রাজধানীর মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টার মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান শনিবার জামিন নামঞ্জুর করে এ রায় দেন।
মামলাটির অভিযোগপত্র গত ৬ মে আদালতে গৃহীত হয়। মিল্টন সমাদ্দারের পক্ষ থেকে আইনজীবী ওহিদুজ্জামান বিপ্লব জানান, ৫ মে মিল্টনের মৃত্যুতে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। সময় চেয়ে আবেদন করলেও আদালত তা প্রত্যাখ্যান করে উভয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে তারা আত্মসমর্পণ করলে আদালত জামিন না দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
গত বছরের ১ মে ডিবি পুলিশ মিরপুরে অভিযান চালিয়ে মিল্টনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে জাল মৃত্যুসনদ তৈরি, টর্চার সেলে নির্যাতন ও মানবপাচারের অভিযোগে তিনটি মামলা দায়ের হয়। পরবর্তীতে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়, তবে তিন মামলায় জামিন পান তিনি।
ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান হত্যাচেষ্টার মামলায় মিল্টন ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত অভিযোগ গৃহীত করে বিচারিক প্রক্রিয়া চলমান রেখেছেন।
আইনজীবীদের পক্ষ থেকে উচ্চতর আদালতে জামিনের আবেদন করার কথা জানানো হয়েছে।