মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুর সমাজ ও পরিবেশ উন্নয়ন সংগঠনের উদ্যোগে মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার ৫ মে-২০২৫ সকালে মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়, বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিজয় কৃষ্ণ হালদারকে ফুল এবং ক্রেস্ট প্রদান করা হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান, মুজিবনগর উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন, মেহেরপুর সমাজ ও পরিবেশ উন্নয়ন সংগঠনের সভাপতি ফারহানা আক্তার, সাধারণ সম্পাদক সুজন হোসেন, সদস্য সাবরিনা আফরোজ, শামীমা খাতুন, জেসমিন আক্তার, শাহনাজ পারভিন, শিল্পী খাতুন, মফিজুল হক প্রমুখ।