শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
হাটহাজারীতে আওয়ামীলীগ নি-ষি-দ্ধের দা-বীতে বি-ক্ষো-ভ মি-ছিল ও সমাবেশ কুড়িগ্রামের উলিপুরে সালিশের নামে ন্যায়বিচারহীনতার নজির নওগাঁয় সার্ভেয়ার আমিন সমিতির সদস্য মরহুম চানমিয়ার মৃত্যুর সৎ কাজের জন্য আর্থিক অনুদান প্রদান আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসাসেবা ব্যাহত মেহেরপুর গাংনীতে জামাইয়ের ছুরিকাঘাতে চাচা শ্বশুর খুন-জামাই সবুজ আটক গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক মেহেরপুরে বিআরটিএ অফিসে দুদকের অভিযান নোবিপ্রবিতে ভর্তিচ্ছু সহস্রাধিক শিক্ষার্থীর জন্য আবাসন ও খাবারের ব্যবস্থা করেছে ছাত্রদল দেশে ১০০ মিনি হিমাগার তৈরি করা হবে-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী

মেহেরপুরে বিআরটিএ অফিসে দুদকের অভিযান

 

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরে বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কুষ্টিয়া কার্যালয়ের একটি দল,সেবা গ্রহীতাদের হয়রানি, দালালদের দৌরাত্ম্য এবং ঘুষ ছাড়া সেবা না পাওয়ার অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
বুধবার ৭ মে-২০২৫ দুপুর দুইটার দিকে দুদক কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ রিয়াদের নেতৃত্বে উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান ও সৈয়দ মাইদুল ইসলামসহ একটি দল মেহেরপুর বিআরটিএ কার্যালয়ে উপস্থিত হন এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন।
দুদক কর্মকর্তারা জানান, সেবা গ্রহণে অনিয়ম, ঘুষ এবং দালালদের দৌরাত্ম্য নিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে,সহকারী পরিচালক বুলবুল আহমেদ রিয়াদ বলেন,বিআরটিএ অফিসে দালাল ও ঘুষের মাধ্যমে কাজ সম্পন্ন করার অভিযোগ দীর্ঘদিন ধরেই পাওয়া যাচ্ছিল, আমরা এসব অভিযোগ খতিয়ে দেখতেই অভিযান পরিচালনা করি।
অভিযান শুরু হতেই বিআরটিএ চত্বর থেকে বেশ কয়েকজন দালাল দ্রুত স্থান ত্যাগ করেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
দুদক কর্মকর্তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সেবা গ্রহীতারা যাতে হয়রানিমুক্তভাবে তাদের প্রয়োজনীয় সেবা পেতে পারেন সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত