শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে জামাইয়ের হাতে ইলিয়াস হােসেন (৫০) নামের এক চাচা শ্বশুর নিহত হয়েছেন, নিহত ইলিয়াস জেলার গাংনী উপজেলার গাঁড়াবাড়ীয়া গ্রামের মৃত নেককার আলীর ছেলে,এবং ঘাতক সবুজ একই উপজেলার ষোলটাকা গ্রামের সাবেক ইউপি সদস্য ময়নাল হকের ছেলে।
বৃহস্পতিবার ৮মে-২০২৫ ভাের ৫ টার দিকে গাঁড়াবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটেছে, স্থানীয় জানান, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার ভােরে ইলিয়াস হোসেনের বাড়িতে যান জামাই সবুজ, কথা কাটাকাটির একপর্যায়ে কোমরে থাকা ধারালো ছুরি দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করে হত্যা করে।
নিহতের ভাতিজা আব্দুল্লাহ জানান,সবুজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত,সে টাকা চেয়ে আমার বোনকে নির্যাতন করত, তিন দিন আগে আমার বোনকে বাড়ি থেকে বের করে দেয়, এ কারণে আমার বােন তার স্বামী সবুজ এর বাড়ি থেকে আমাদের বাড়িতে আসে।
বৃহস্পতিবার ভােরে সবুজ আমাদের বাড়িতে এসে কথা কাটাকাটির সময় হঠাৎ চাচাকে ছুরিকাঘাত করে। আমি ঠেকাতে গেলে আমাকেও আঘাত করে, আমি এই খুনির ফাঁসি চাই।
এদিকে ঘটনার পরপরই স্থানীয়রা সবুজকে আটক করে।
খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ও গাংনী থানা পুলিশ এবং স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে,এসময় স্থানীয়রা ঘাতক সবুজকে পুলিশের হাতে তুলে দেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান,ঘটনার খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়, ঘাতককে আটক করা হয়েছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।