শনিবার, ১০ মে ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে একটি গবাদিপশুর খামারে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী,
শুক্রবার ৯ মে-২০২৫ রাত ১১টার দিকে মেহেরপুর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মিনহাজের নেতৃত্বে অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন (৩৩) এবং দেলোয়ার হোসেন (৩৩) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।
অভিযানে ২০ ফিট, ১৪ ফিট, ১০ ফিট এবং ৫ ফিট উচ্চতার মোট ৫টি গাঁজার গাছ, ২০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জাম, নগদ ৫ হাজার টাকা এবং একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, দীর্ঘদিন ধরে গবাদি পশুর খামারের আড়ালে গাঁজা চাষ করে আসছিলেন সাদ্দাম হোসেন,তার সহযোগী দেলোয়ার হোসেন ছিলেন খামারের কর্মচারী।