বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৮:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
দামুড়হুদা জয়রামপুরে ট্রেন থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু অফিস থেকে ফেরা হলো না আর বাড়ি। কালিয়াকৈরে বসতবাড়িতে ডাকাতি টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট  হত্যাসহ একাধিক মামলায় আদালতে সাবেক এমপি মমতাজ বেগম শেরপুরের শ্রীবরদীতে সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযান রূপগঞ্জে কোরবানীর পশুর পরিচর্চায় ব্যস্ত খামারি চাহিদার তুলনায় পশুর সংখ্যা বেশি মৌলভীবাজারে কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন: অংশ নেন ২৭৪ প্রার্থী বিবিডিএন-এর সহায়তায় দিনাজপুরে কর্মসংস্থানের সুযোগ পেলেন প্রতিবন্ধী ব্যক্তিরা ডিসির স্বাক্ষর জাল: কক্সবাজারে ভূয়া সাংবাদিক আটক নোয়াখালীতে পুরনো কবর ভেঁকু দিয়ে খুঁড়ে নতুন মসজিদ নির্মাণে দ্বন্দ্ব

মৌলভীবাজারে কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন: অংশ নেন ২৭৪ প্রার্থী

 

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার : মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা সোমবার (২০ মে) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ লাইন্সের ভেতরে দুটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দেড় ঘণ্টাব্যাপী এই লিখিত পরীক্ষায় প্রাথমিক বাছাইপর্বে উত্তীর্ণ ২৭৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন। পুরো পরীক্ষাপ্রক্রিয়া সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজারের পুলিশ সুপার। তিনি পরীক্ষা শেষে প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার বিষয়ে দিকনির্দেশনা দেন এবং প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান। প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতেই চাকরি পাওয়া যাবে। কেউ টাকা দাবি করলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন।”

আগামী ২৯ মে নিয়োগ প্রক্রিয়ার শেষ ধাপ অর্থাৎ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেদিনই প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।

লিখিত পরীক্ষার সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন :

১০

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত