বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস উপজেলার শাহপুর গ্রামে যৌথবাহিনীর একটি অভিযানে সন্ত্রাসী ও মাদক সংক্রান্ত একাধিক মামলার আসামি রিপন মিয়া (২৮) গ্রেপ্তার হয়েছে। তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত রিপন মিয়া স্থানীয় মোনতাজ ব্যাপারীর ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে获悉, সে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসায় জড়িত ছিল। যৌথবাহিনীর গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে রিপনের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে যৌথবাহিনীর一 কর্মকর্তা বলেন, “আমরা আগে থেকেই রিপনের কার্যক্রম নজরদারিতে রেখেছিলাম। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই অভিযানের মাধ্যমে একটি বড় অপরাধী চক্রকে আটকানো সম্ভব হয়েছে।”
উদ্ধার অস্ত্র ও গুলি নিয়ে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। রিপনকে নিয়ে গিয়ে কঠোর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সহযোগীদের ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়রা এই অভিযানের প্রশংসা করে জানান, রিপন ও তার সহযোগীরা এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক সৃষ্টি করে রেখেছিল। তাদের গ্রেপ্তারে এলাকায় শান্তি ফিরবে বলে তারা আশাবাদী।