রবিবার, ১৮ মে ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
আবুল হোসেন বাবলুঃ
বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর ও জেলা প্রশাসন রংপুর এর যৌথ উদ্যোগে রংপুর নগরীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
এ সময় বিশু সুইটস ও ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে জরিমানা করেছে।
বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর অফিস প্রধান উপপরিচালক (পদার্থ) প্রকৌশলী মুবিন-উল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত অভিযানে সিএম লাইসেন্স ব্যতীত মিষ্টি পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে রংপুর নগরীর পায়রা চত্বর এলাকার মেসার্স বিশু সুইটস ও ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার নামের মিষ্টি প্রস্তুতকারী দুটি প্রতিষ্ঠানকে মোট পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। ১৫(১)/২৭ ধারা অনুযায়ী দুই প্রতিষ্ঠানের কাছ থেকে ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে যৌথ আভিযানিক দল।
অভিযানটি পরিচালনা করেন, রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোয়ার্দার আসিফ ইকবাল। প্রসিকিউটর হিসেবে ছিলেন, বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম ও পরিদর্শক (মেট্রোলজি) নাসির উদ্দিন। ###