রবিবার, ২৫ মে ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীর বুক সোনালী ধানের ফসল । নালিতাবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদসহ এক কারবারি আটক ঠাকুরগাঁওয়ের নিশ্চিন্তপুরে শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল । এনসিপি দিনাজপুর জেলার উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে ইয়াবাসহ ৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সুভাষ গ্রেপ্তার নওগাঁর মহাদেবপুর উপজেলা হলরুমে দিনব্যাপী পাটনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় “রূপসী রেখার অন্তরালে” কাব্যগ্রন্থ-র মোড়ক উন্মোচন! আমঝুপি ইউনিয়ন বিএনপির অবৈধ কমিটির বিরুদ্ধে খোকসা গ্রামে বিক্ষোভ মিছিল মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্বারক পেল মানবতার কল্যাণে আমরা দামুড়হুদায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৫ উপলক্ষে উপজেলা সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রংপুরে মেট্রোপলিটন ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-২

 

আবুল হোসেন বাবলুঃ

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) এর গোয়েন্দা বিভাগ ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮১ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) এর মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ মে রাত আনুমানিক সোয়া দশটার দিকে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানাধীন ১৯নং ওয়ার্ডের জলকর মোড়স্থ রাসেল স্টোর নামক মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর ডিবি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে অভিযান চালায় ডিবি টিম। এ সময় ৮১ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা মহানগর কোতোয়ালী থানাধীন গুপ্তপাড়া মহল্লার (দূর্গা মন্দিরের বিপরীত পাশে) শ্রী কমল কুমার সরকার এর ছেলে সঞ্জয় কুমার সরকার (৩৬) এবং একই থানাধীন জলকর (সাবান ফ্যাক্টরী সংলগ্ন আরমান মিয়ার বাড়ির ভাড়াটিয়া)
মুশারফ হোসেন এর ছেলে নাজমুল হোসেন হৃদয় (৩৮)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল।নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি জোরদার এবং নিয়মিত চেকপোস্ট স্থাপন করে অভিযান অব্যাহত রয়েছে। ###

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত