রংপুরে র্যাবের পৃথক অভিযানে ধর্ষণ মামলার দুই আসামী গ্রেফতার
আবুল হোসেন বাবলুঃ
রংপুর মহানগরীর সিও বাজার হতে ১জন এবং মিঠাপুকুর থানার অন্তর্ভুক্ত বৈরাগীগঞ্জ বাজার হতে ১জন সহ মোট ২ জন ধর্ষণ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
শনিবার ১২ এপ্রিল দুপুরে র্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ১১ এপ্রিল রাতে র্যাব-১৩ রংপুর সদর কোম্পানী ও সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের যৌথ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর সিও বাজার এলাকায় অভিযান চালিয়ে রংপুর জেলার পীরগঞ্জ থানায় দায়ের করা ধর্ষণ মামলা নং-০১/৯২, তাং- ০১/০৩/২০২৫, ধারাঃ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোঃ/২০২০) এর ৯ (১) মামলার ১ জন পলাতক আসামী মারুফ হাসানকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। গ্রেফতারকৃতআসামী মারুফ হাসান (২৫) মিঠাপুকুর থানাধীন চিথলী উত্তরপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।
অপর একটি অভিযানে র্যাব-১৩ রংপুর সদর কোম্পানীর একটি আভিযানিক দল শনিবার ১২ এপ্রিল বেলা পৌনে বারোটার দিকে রংপুর জেলার মিঠাপুকুর থানার মামলা নং-২৭, তাং-২০/০১/২০২৫, ধারাঃ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোঃ/২০২০) এর ৯ (১) মামলার পলাতক আসামীকে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন বৈরাগীগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন পলিপাড়া মাসিমপুর গ্রামের আলতাফ হোসেন এর ছেলে আতাউর রহমান (৪০)।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ###