বুধবার, ২১ মে ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সীমান্তবর্তী শেরপুরে হাতীর আক্রমণে যুবকের মৃত্যু ভালুকার মল্লিকবাড়ী বটগাছের ছায়াতলে নরসুন্দরদের হাট রংপুরে অটো চালক শাওন হত্যা মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেফতার পাইকগাছায় সাবেক কাউন্সিল কবিতা-র সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন করেছে প্রতিপক্ষ জাকির হোসেন।। দিনাজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত রংপুর বিএসটিআই’র উদ্যোগে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত কুড়িগ্রামে অসুস্থ গরু জবাই করে বিক্রির চেষ্টা, ৫ জনের কারাদণ্ড মেহেরপুরে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রাজনগর ও কুলাউড়ার দুই ওসি প্রত্যাহার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু !

রংপুর বিএসটিআই’র উদ্যোগে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

 

আবুল হোসেন বাবলুঃ

বিশ্ব মেট্রোলজি দিবসে এবারের প্রতিপাদ্য, “সর্বকালেই পরিমাপ সকলের জন্য” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরে পালিত হলো বিশ্ব মেট্রোলজি দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার ২০ মে সকালে জেলা প্রশাসন ও বিএসটিআই রংপুর এর আয়োজনে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) সফিজুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি গোলাম জাকারিয়া পিন্টু, রংপুর ক্যাবের সভাপতি আব্দুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের সহকারী পরিচালক (রসায়ন) মাহবুব রহমান সরকার।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) স্থানীয় সরকার আবু জাফর বলেন, বিএসটিআই, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ব্যবসায়ী সবাইকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। মেয়াদ উত্তীর্ন পণ্যের ব্যবহার এবং কাপড় পরিমাপে গজ গিরা এর ব্যবহার বন্ধ করতে হবে। অতি মুনাফার মাধ্যমে ভোক্তা যাতে ক্ষতিগ্রস্থ না হয়, সে বিষয়ে বিএসটিআইকে পদক্ষেপ নিতে হবে। শাস্তি প্রদানের পাশাপাশি সচেতনতা গড়ে তোলার দিকে নজর দিতে হবে। পাশাপাশি বিএসটিআই’র লোকবল বাড়ানোর মাধ্যমে বিএসটিআই এর সার্বিক কার্যক্রম জোরদার করতে হবে।

মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) সফিজুল ইসলাম বলেন, সারা দেশে এসআই ইউনিট চালু করতে হবে এবং প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পরিমাপ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

আলোচনা অনুষ্ঠানে বিএসটিআই রংপুরের কর্মকর্তা কর্মচারি ছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ও রংপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ###

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত