রবিবার, ২৫ মে ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন
আবুল হোসেন বাবলুঃ
রংপুর মেট্রোপলিটন পুলিশের মানবিক উদ্যোগে একজন অজ্ঞাত অসুস্থ ব্যক্তির চিকিৎসা ও পরিচয় পাওয়া গেছে।
গত ২২ মে ২০২৫ ভোর আনুমানিক সোয়া তিনটার দিকে রংপুর শহরের পপুলার-১ ডায়াগনস্টিক সেন্টারের সামন থেকে একজন সচেতন মানুষ ৫০ বছর বয়সী অচেতন অবস্থায় পড়ে থাকা একজন অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে মেডিসিন বিভাগের ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করান।
খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের মানবিক টিম “মানবতার সেবায় পুলিশ সবসময় প্রস্তুত” তারা
তাৎক্ষণিক ডাক্তারের সাথে পরামর্শ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ,চিকিৎসা ও নিবিড় পরিচর্যার ব্যবস্থা করে। পাশাপাশি তার পরিচয় শনাক্তকরণে প্রযুক্তিগত অনুসন্ধান শুরু করে।
অবশেষে রংপুর মেট্রোপলিটন পুলিশের ঐকান্তিক প্রচেষ্টা এবং মানবিক সেবার ফলস্বরূপ, উক্ত অসুস্থ অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
তিনি রংপুর মহানগরীর কোতোয়ালী থানার অন্তর্ভুক্ত ভোগী বালাপাড়া (বউবাজার) এলাকার আকতার আলীর ছেলে জহুরুল ইসলাম। আহত জহুরুল ইসলামের পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সফলতা রংপুর মেট্রোপলিটন পুলিশের একাগ্রতা, দায়িত্ববোধ ও মানবিক দৃষ্টিভঙ্গির একটি উজ্জ্বল উদাহরণ। আমরা রংপুর মেট্রোপলিটন পুলিশের কাছে কৃতজ্ঞ থাকবো। সত্যিই জনগণের আস্থার প্রতীক রংপুর মেট্রোপলিটন পুলিশ।
###