মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রংপুর বিএসটিআই’র উদ্যোগে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত কুড়িগ্রামে অসুস্থ গরু জবাই করে বিক্রির চেষ্টা, ৫ জনের কারাদণ্ড মেহেরপুরে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রাজনগর ও কুলাউড়ার দুই ওসি প্রত্যাহার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু ! শেরপুরে আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস পালিত ঠাকুরগাঁওয়ে সংরক্ষণের অভাবে কৃষকের উৎপাদিত আলু ২ মাস পার না হতেই পচন ধরে ফেলে দেয়া হচ্ছে আলু ! শেরপুরে নদ-নদীর পানি বৃদ্ধি: চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ১০৬ সেন্টিমিটার ওপরে সুনামগঞ্জে সাংবাদিক আল হেলালের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে শত বছরের রাস্তা দখলমুক্ত: এলাকাবাসীর প্রতিবাদে কোম্পানির দেয়াল ভাঙা, ফের দালালচক্র সক্রিয়

রাজনগর ও কুলাউড়ার দুই ওসি প্রত্যাহার

মো. মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার : মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফসার এবং রাজনগর থানার ওসি মো. মোর্শেদুল হাসান খানকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৭ মে) পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গত ১২ মে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে পুলিশ সদর দফতরে কুলাউড়া ও রাজনগর থানার ওসিদের অন্যত্র বদলির অনুমতির জন্য একটি পত্র পাঠানো হয়। ওই পত্রের ভিত্তিতে তাদের প্রত্যাহার করে বদলির অনুমতি দেওয়া হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি সিলেট রেঞ্জের ডিআইজি, মৌলভীবাজারের পুলিশ সুপার এবং আইজিপির স্টাফ অফিসারকে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর পুলিশ সদর দফতরের এক প্রজ্ঞাপনে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফসারকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছিল। তবে অজ্ঞাত কারণে তিনি এখনও কুলাউড়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত