মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
মো. মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার : মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফসার এবং রাজনগর থানার ওসি মো. মোর্শেদুল হাসান খানকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (১৭ মে) পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গত ১২ মে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে পুলিশ সদর দফতরে কুলাউড়া ও রাজনগর থানার ওসিদের অন্যত্র বদলির অনুমতির জন্য একটি পত্র পাঠানো হয়। ওই পত্রের ভিত্তিতে তাদের প্রত্যাহার করে বদলির অনুমতি দেওয়া হয়।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি সিলেট রেঞ্জের ডিআইজি, মৌলভীবাজারের পুলিশ সুপার এবং আইজিপির স্টাফ অফিসারকে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর পুলিশ সদর দফতরের এক প্রজ্ঞাপনে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফসারকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছিল। তবে অজ্ঞাত কারণে তিনি এখনও কুলাউড়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।