বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
মাদক সেবনের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বহিষ্কার দুদকের চোখে চৌদ্দগ্রামের সড়ক প্রকল্প: ১.৬৮ কোটি টাকার উন্নয়ন কাজ ঘিরে দায়মুক্ত দুর্নীতির আলামত আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে এনসিপির ঘোষিত সমাবেশ শুক্রবার বায়তুল মোকাররমে সিংড়ায় ধানবোঝাই ট্রাকে চাঁদাবাজি : সেনাবাহিনীর অভিযানে হাতেনাতে আটক বিএনপি নেতা জয়নালসহ তিনজন গাজীপুরে মাওলানা রইস উদ্দিনকে নির্যাতনের পর কারাগারে মৃত্যু : সারাদেশে বিক্ষোভ-সমাবেশে উত্তাল আহলে সুন্নাত জনতা, ৭২ ঘণ্টার আলটিমেটাম কক্সবাজার টেকনাফ শিশু ধর্ষণে অভিযুক্ত আসামী আটক। র‌্যাব-১৩’র অভিযানে অপহৃত ভিকটিম উদ্ধার-গ্রেফতার-১ কমলনগর(এলজিইডি)অফিসে দুদকের অভিযান নওগাঁয় প্রায় ৩৫ টি পরিবারের লোকজনের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রতিকারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা আটক ৩, থানায় মামলা

রাজনীতির সাথে ইসলাম ও ঈমানের ওতপ্রোত সম্পর্ক রয়েছে- শায়েখে চরমোনাই

ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি (দৈনিক সরেজমিন):

ইসলামী আন্দোলন বাংলাদেশ‌ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, স্বাধীনতার ৫৩ বছরে দেশে শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। তিনি বলেন, আমরা ব্যক্তির পরিবর্তন নয়, নীতি ও আদর্শের পরিবর্তন চাই। যতদিন পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন না হবে, ততদিন রাস্তায় নেমে আন্দোলন করে রক্ত দিবেন কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।

শায়েখে চরমোনাই বলেন, যাদের মধ্যে ঈমান আছে তারা ইসলামের বাইরে কোন রাজনীতি করতে পারে না। রাজনীতির সাথে ইসলাম ও ঈমানের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। ভোটের মাধ্যমে ভোটারের ঈমান থাকতেও পারে, আবার ঈমান যেতেও পারে। আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তিনি ইসলাম ও নৈতিকতা বিরোধী কোন কাজ করলে তার জন্য ভোটারকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে।

ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে, ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজ ২১ ডিসেম্বর, শনিবার, বিকেলে, দিনাজপুর জেলার ফুলবাড়ী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর বলেন, ইসলামের বাইরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান- ইয়াহুদীসহ অন্যান্য বিধর্মীরা ইসলামী সংগঠনের সম্পৃক্ত হবে শান্তি নিরাপত্তা ও অধিকার পাবার আশায়। ইসলাম ব্যতিরেকে অন্য কোন মত পথ মানুষকে শান্তি ও মুক্তি দিয়ে মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে না।

তিনি বলেন, লেলিন-কাল মার্কস, মাওসেতুং এর উত্তরসূরীদেরকে নয়, মদিনা ওয়ালার উত্তরসূদেরকে আমরা ক্ষমতায় বসাতে চাই। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে মদিনা ওয়ালার আইন ও আল্লাহ রাব্বুল আলামীনের কর্তৃত্ব বাস্তবায়নে সকলকে একত্রিত হতে তিনি আহ্বান জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা সভাপতি মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাসির আহমদ, রংপুর মহানগর সেক্রেটারী মোঃ আমিরুজ্জামান পিয়াল, দিনাজপুর দক্ষিণ জেলা সভাপতি ডাঃ নুর আলম ছিদ্দিক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত