বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বিএসটিআই’র যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার-৩ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক গোবিন্দগঞ্জে বাড়ীতে হামলা ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘন্টা পর উদ্ধার, মূল অভিযুক্ত সঞ্চয় গ্রেফতার নওগাঁর পোরশায় ৮ম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের মামলায় দুইজন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার  পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের ভার্চুয়াল অংশগ্রহণ মেহেরপুরে নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিতে মানববন্ধন

রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে সংঘর্ষ নিহত ১, শিশুসহ আহত ১৫

 

বিশেষ প্রতিনিধিঃ ( রাজশাহী)
রাজশাহীর দুর্গাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ফেরদৌসী বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছে। এছাড়া আশঙ্কা জনক অবস্থায় আরো তিন জনকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় শিশুসহ প্রায় ১৫ জন আহত হয়েছে।

আহতরা হলো, একই গ্রামের পচা মন্ডলের ছেলে আঃ জব্বার (৬৫), আলম (৪০), জেহেরের ছেলে সাইদুর রহমান (৪০), আতাউর রহমানের ছেলে জিন্নাত (৫০), আকবর আলীর মেয়ে জেসমিন (৩০), আবুল কালাম (৪৫) ও তার ছেলে সাকিব (১৭) আহত হয়েছে। এছাড়াও মৃত আঃ সামাদের স্ত্রী রজুফা বেগম (৬৫), ফয়েজ উদ্দিনের ছেলে মামুন (৩৮), ফয়েজ উদ্দিনের মেয়ে জায়েদা, হাফিজুরের স্ত্রী জাহানারা, মুনছুরের ছেলে সাইনুল, ইয়াদ আলীর ছেলে সাইদুর, ইসলামের স্ত্রী রাজিয়া আহত হয়েছে।

শনিবার (২২ ফ্রেবুয়ারী) সকালে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের তিউরকুড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় আজ সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, এ ঘটনায় একজন নারী নিহত হয়েছে হামলায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে পরবর্তীতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত