রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে স্টেজ নির্মাণ করে গনসমাবেশের আয়োজন করেছেন গণধিকার পরিষদের নেতা কর্মীরা। মহাসড়ক বন্ধ থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রি সাধারণ থেকে শুরু করে পথচারীরা। শুক্রবার (২৩ মে) ভোর থেকেই উপজেলার ভুলতা গোলচত্বর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কটি বন্ধ করে সমাবেশের আয়োজন কার্যক্রম শুরু করা হয়। এতে করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
জানা গেছে, রূপগঞ্জ উপজেলা গনঅধিকার পরিষদের আয়োজনে শুক্রবার বেলা তিনটায় ভুলতা গোলচত্ত্বর এলাকার ঢাকা সিলেট মহাসড়কে গণসমাবেশের আয়োজন করা হয়। গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, গণঅধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নুরুল ইসলাম নুর। প্রধান বক্তা হিসেবে থাকবেন কোন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
বৃহস্পতিবার রাত থেকেই মহাসড়কের পাশে চেয়ার ও স্টেজের মালামাল এনে রাখা হয়। শুক্রবার ভোট থেকে ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে সড়কের মাঝখানে স্টেজ তৈরির কাজ শুরু হয়। এতে করে সড়কের উভয় দিকে ভোর থেকেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ থেকে পথচারীরাও। এতে করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ভুলতা গাউছিয়া মার্কেট, তাঁত বাজার, হাজী শপিং কমপ্লেক্স, রেদওয়ান টাওয়ারসহ হাট বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী। মহাসড়কের একপাশ বন্ধ হয়ে যাওয়ায় অন্য পাশ দিয়ে উল্টো পথে যানবাহন চলাচল করে যানজটের সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সমাবেশ করার জন্য রূপগঞ্জে অনেক মাঠ রয়েছে৷ ঢাকা সিলেট মহাসড়ক দেশে অন্যতম একটি ব্যস্ততম মহাসড়ক। এ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। এমন ব্যস্ততম একটি মহাসড়ক এভাবে দখল করে সমাবেশের আয়োজনের বিষয়টি নিন্দনীয়। মহাসড়ক দখল করে সমাবেশের আয়োজন করায় ঢাকা সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে আমরা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছি। এ সমাবেশের ব্যাপারে আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
রুপগঞ্জ উপজেলা গনঅধিকার পরিষদের সভাপতি কাউসার আহমেদ বলেন, আমরা স্থানীয় প্রশাসনকে চিঠি দিয়ে অনুমতি নিয়ে নিয়েছি। সড়কে স্টেজ করলেও আমরা বিকল্প হিসেবে যানবাহন চলাচলের ব্যবস্থা রেখেছি। এতে কোন সমস্যা হবে না।
রূপগঞ্জ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমানন বলেন, বিষয়টি আমার জানা নেই। ইউএনও মহোদয়ের সঙ্গে কথা বলে বিষয়টি দেখছি।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার সি সার্কেল মেহেদী ইসলাম বলেন, গণ অধিকার পরিষদ এর পক্ষ থেকে একটি সমাবেশ করবে বলে আমাদের কাছে একটি চিঠি দিয়েছে। তবে ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে স্টেজ করে সেখানে সমাবেশ করবে সেটা তো সম্পূর্ণ বেআইনি। বিষয়টি আমরা দেখছি।