আবুল হোসেন বাবলুঃ
গাইবান্ধা জেলার চাঞ্চল্যকর অটো চালক ও পত্রিকা বিক্রেতা আনিছুর রহমান হত্যা মামলার মূলহোতাসহ
৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল।
গত ২৫ এপ্রিল শুক্রবার অজ্ঞাতনামা ছিনতাইকারী আনিছুর রহমান @ ঠান্ডা মিয়া নামে একজন ইজিবাইক চালক কে গাইবান্ধা জেলার সদর থানার অন্তর্ভুক্ত পিডিবি নেসকো-১ অফিসের সামনে ধারালো অস্ত্র দিয়ে জখম করে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়। পরে মুমূর্ষু ঠান্ডা মিয়া চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা রুজু করেন, যার মামলা নম্বর ৩৩, তারিখ- ২৬/০৪/২০২৫।
বৃহস্পতিবার (১মে) রাতভর গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃতরা গাইবান্ধা জেলার সদর থানাধীন (পশু হাসপাতাল রোড) বানিয়াজান গ্রামের -মৃত খলিল মিয়ার ছেলে কবির আলম (২৭), থানশিনপুর কাচারি গ্রামের আসলাম মিয়ার ছেলে রাসেল মিয়া (২৮), গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানাধীন বুজরুক পাটানোছা গ্রামের আনিছুর রহমান এর ছেলে শহিদুল ইসলাম @ বাবু (৪০) এবং একই থানাধীন ক্ষুদ্র রসূলপুর গ্রামের মোসলেম উদ্দিন মন্ডলের ছেলে রাশেদ মন্ডল (৪২)। আসামী রাশেদ মন্ডলের গ্যারেজ থেকে ছিনতাইকৃত অটো মিশুকটি উদ্ধার করা হয়।
শুক্রবার (২মে) রংপুর মহানগরীর হাজিরহাট থানাধীন উত্তম বারঘরিয়া র্যাব-১৩'র সদর ব্যাটালিয়ান ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন,র্যাব-১৩'র অধিনায়ক লেঃ কর্নেল পিএসসি, আর্টিলারি মোহাঃ জয়নুল আবেদীন। এ সময় র্যাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ থাকে যে, এর আগেও এই হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত অন্যতম আসামী গাইবান্ধা জেলার ডেভিড কোম্পানী পাড়া গ্রামের মৃত শাহজাহান ঘটক এর ছেলে আরিফ মিয়া (২৫) কে গ্রেফতার করেছিলো
র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা
পেশাদার দুষ্কৃতিকারী তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ডাকাতি ছিনতাই দস্যুতা, মাদকসহ একাধিক মামলা রয়েছে। হত্যাকারীদের গ্রেফতারের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানান তিনি। ধৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ###
আবুল হোসেন বাবলু,
রংপুর ব্যুরো,
০১৭১৩৬৩৬৯৪৩
০২/০৫/২০২৫