বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির সেমিনার; কুইজ প্রতিযোগিতা ও র‍্যফেল ড্র অনুষ্ঠিত গাজীপুরে মাওলানা রইস উদ্দিনকে নির্যাতনের পর কারাগারে মৃত্যু : সারাদেশে বিক্ষোভ-সমাবেশে উত্তাল আহলে সুন্নাত জনতা, ৭২ ঘণ্টার আলটিমেটাম চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বিএসটিআই’র যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার-৩ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক গোবিন্দগঞ্জে বাড়ীতে হামলা ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘন্টা পর উদ্ধার, মূল অভিযুক্ত সঞ্চয় গ্রেফতার নওগাঁর পোরশায় ৮ম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের মামলায় দুইজন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার 

র‌্যাবের অভিযানে অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী গ্রেফতার

 

আবুল হোসেন বাবলুঃ

র‌্যাব-১৩ এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে নীলফামারীর সৈয়দপুর থানার চাঞ্চল্যকর অপহরণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেফতারসহ নাবালিকা ভিকটিম উদ্ধার।

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে
বাদীর দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে জানানো হয়, যে,গত ২৮ মার্চ ২০২৫ সকালে এজাহার ভুক্ত আসামী শাওন @ আজিউল এবং তার সহযোগীরা মিলে নাবালিকা মেয়েকে নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন পূর্ব বেলপুকুর গ্রাম হতে সুকৌশলে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিমের পিতা ঘটনাটি জানতে পেরে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তাং-০৪-০৪-২০২৫ খিঃ, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী /২০২০) এর ৭/৩০ ধারা। অপহরণের ঘটনাটি এলাকায় বেশ চঞ্চলের সৃষ্টি করে।

ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে উক্ত মামলার আসামীকে গ্রেফতারে গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে তৎপরতা শুরু করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল রাত আনুমানিক সোয়া আটটার দিকে র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ও র‌্যাব-১ সিপিএসসি গাজীপুর ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মাধুখোলা এলাকা হতে নাবালিকা ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী নীলফামারী জেলার সৈয়দপুর থানার অন্তর্ভুক্ত পূর্ব বেলপুকুর (সুতারপাড়া) গ্রামের বুদু মিয়ার ছেলে শাওন @ আজিউল (২৮)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভিকটিমসহ ধৃত আসামীকে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ###

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত