আবুল হোসেন বাবলুঃ
চাঞ্চল্যকর অটো বাইক চালাক হামিম রহমান @ জীবন হত্যা মামলার ছিনতাই হওয়া ইজিবাইক গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব-১৩।
গাইবান্ধা জেলার সাঘাটা থানাধীন বোনারপাড়া সরকারি কলেজের সামনে পাকা রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় হামিম রহমান জীবন নামে এক অটো বাইক চালক'কে পাওয়া যায়। চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হামিম রহমান জীবন গাইবান্ধা জেলার সদর থানাধীন দক্ষিণ ধানগড়া গ্রামের মোঃ আনতাজ আলীর ছেলে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-০৬/৭৫, তাং-০৫/০৫/২৫ খ্রিঃ।
বাদীর দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে র্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ মে ২০২৫ রাত সাড়ে নয়টার দিকে তার ব্যবহৃত ব্যাটারি চালিত ইজিবাইকটি নিয়ে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে তাকে গাইবান্ধার সাঘাটা থানাধীন বোনারপাড়া সরকারি কলেজের সামনে পাকা রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে পরদিন ০৫ মে সকালে হামিম রহমান @ জীবন (১৭) মারা যান।
উক্ত ঘটনার প্রেক্ষিতে র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে ১০ মে র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধার একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জ থানার অন্তর্ভুক্ত ৯নং হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামস্থ বড়দহ সেতুর পূর্ব পার্শ্বে টোলপ্লাজার সামনে পাকা রাস্তার উপর থেকে পরিত্যক্ত অবস্থায় হামিম রহমান @ জীবনের ছিনতাই হওয়া চোরাই ইজিবাইকটি উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ইজিবাইকটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধা জেলার সাঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। ###