বুধবার, ০৭ মে ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
আবুল হোসেন বাবলুঃ
র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে সোমবার ৫ মে সন্ধ্যায় র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন ৩নং ফতেজংপুর ইপিজেড এলাকায় রংপুর টু দিনাজপুর সড়কে অভিযান চালায়। এ সময় ৪০২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত মাদক কারবারি নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন শ্বাষকান্দর গ্রামের মৃত ইসলাম মিয়ার ছেলে মুকুল সরকার (৩৭)।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ ধৃত আসামীকে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।