বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
মাদক সেবনের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বহিষ্কার দুদকের চোখে চৌদ্দগ্রামের সড়ক প্রকল্প: ১.৬৮ কোটি টাকার উন্নয়ন কাজ ঘিরে দায়মুক্ত দুর্নীতির আলামত আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে এনসিপির ঘোষিত সমাবেশ শুক্রবার বায়তুল মোকাররমে সিংড়ায় ধানবোঝাই ট্রাকে চাঁদাবাজি : সেনাবাহিনীর অভিযানে হাতেনাতে আটক বিএনপি নেতা জয়নালসহ তিনজন গাজীপুরে মাওলানা রইস উদ্দিনকে নির্যাতনের পর কারাগারে মৃত্যু : সারাদেশে বিক্ষোভ-সমাবেশে উত্তাল আহলে সুন্নাত জনতা, ৭২ ঘণ্টার আলটিমেটাম কক্সবাজার টেকনাফ শিশু ধর্ষণে অভিযুক্ত আসামী আটক। র‌্যাব-১৩’র অভিযানে অপহৃত ভিকটিম উদ্ধার-গ্রেফতার-১ কমলনগর(এলজিইডি)অফিসে দুদকের অভিযান নওগাঁয় প্রায় ৩৫ টি পরিবারের লোকজনের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রতিকারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা আটক ৩, থানায় মামলা

র‌্যাব-১৩’র অভিযানে অপহৃত ভিকটিম উদ্ধার-গ্রেফতার-১

 

আবুল হোসেন বাবলুঃ

র‌্যাব-১৩ রংপুর এর একটি বিশেষ আভিযানিক দল দিনাজপুর জেলার পার্বতীপুর থেকে রংপুরের হারাগাছ থানায় রুজু করা অপহরণ মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতারসহ অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে।

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে
বাদীর দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে জানানো হয়, র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর কোম্পানি রংপুর এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ২৯ এপ্রিল বিকেলে দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন বিলাইচন্ডি ইউনিয়নের সোনাপুকুর (পূর্ব বানিয়াপাড়া) গ্রামে অভিযান চালায়। এ অভিযানে অপহরণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত অপহরণকারী রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানাধীন বানুপাড়া গ্রামের সাহাজুল মিয়ার ছেলে কাওছার মাহমুদ শিশির (২১)।

এ সময় অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, গত ৮ এপ্রিল ২০২৫ বিকেল সাড়ে পাঁচটার দিকে হারাগাছ থানাধীন নতুন বাজার চেয়ারম্যানপাড়া এলাকা থেকে ভিকটিমকে একা পেয়ে শিশির তার সহযোগীদের সহায়তায় জোরপূর্বক অপহরণ করে। এঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে হারাগাছ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৭/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন, (মামলা নম্বর-১২, তারিখ-২৬/০৪/২০২৫ খ্রিঃ) দায়ের করেন। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত