বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
আবুল হোসেন বাবলুঃ
র্যাব-১৩ রংপুর এর একটি বিশেষ আভিযানিক দল দিনাজপুর জেলার পার্বতীপুর থেকে রংপুরের হারাগাছ থানায় রুজু করা অপহরণ মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতারসহ অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে।
র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে
বাদীর দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে জানানো হয়, র্যাব-১৩ ব্যাটালিয়ন সদর কোম্পানি রংপুর এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ২৯ এপ্রিল বিকেলে দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন বিলাইচন্ডি ইউনিয়নের সোনাপুকুর (পূর্ব বানিয়াপাড়া) গ্রামে অভিযান চালায়। এ অভিযানে অপহরণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত অপহরণকারী রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানাধীন বানুপাড়া গ্রামের সাহাজুল মিয়ার ছেলে কাওছার মাহমুদ শিশির (২১)।
এ সময় অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় র্যাব। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গত ৮ এপ্রিল ২০২৫ বিকেল সাড়ে পাঁচটার দিকে হারাগাছ থানাধীন নতুন বাজার চেয়ারম্যানপাড়া এলাকা থেকে ভিকটিমকে একা পেয়ে শিশির তার সহযোগীদের সহায়তায় জোরপূর্বক অপহরণ করে। এঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে হারাগাছ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৭/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন, (মামলা নম্বর-১২, তারিখ-২৬/০৪/২০২৫ খ্রিঃ) দায়ের করেন। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।