বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
আবুল হোসেন বাবলুঃ
রংপুর জেলা প্রতিনিধি
র্যাব-১৩’র চলমান মাদকবিরোধী অভিযানের মঙ্গলবার ১৫ এপ্রিল আনুমানিক রাত আড়াইটার দিকে র্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন ১নং দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর বাজার এলাকার মাদক কারবারি মিরন ব্যাপারি @ চৌধুরীর বাড়ির সামনে অভিযান চালায়।
মঙ্গলবার ১৫ এপ্রিল দুপুরে র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক কারবারির বাড়ির সদর দরজার সামনে তার মোটরসাইকেল তল্লাশী করে ১৮৩ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেছে র্যাব।
গ্রেফতারকৃত মাদক কারবারি মিরন ব্যাপারি লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন দূর্গাপুর গ্রামের
মৃত মহাসিন আলীর ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ###