বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
বাদশা আলমগীর, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক খবরওয়ালা পত্রিকার ফটো সাংবাদিক ইমরান হোসেন ইমনের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। কুষ্টিয়া চৌড়হাস এলাকায় স্টেডিয়াম পাড়া সংলগ্ন প্রতীতি বিদ্যালয়ের সামনে আজ সকালে সড়ক দুর্ঘটনায় ছয় বছর বয়সী ইব্রাহিম নামের একটি প্লে শ্রেণীর ছাত্র নিহত হলে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংবাদকর্মীরা ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে গেলে বিনা উস্কানিতে ভিডিও লাইভ চলা অবস্থায় ইমরানের উপর হামলা করে চিহ্নিত কিছু দুর্বৃত্ত। পরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ভিডিও ফুটজে দেখা যাচ্ছে চিহ্নিত কয়েকজন দুর্বৃত্ত ইমরানকে লাঠি দিয়ে পেটাচ্ছে। হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিকরা। তারা অতিবিলম্বে সাংবাদিক ইমরানের উপর হামলাকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কুষ্টিয়া সদর থানায় অভিযোগ দায়ের করা হলেও সন্ত্রাসীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। সদর থানার ওসি বলছেন ব্যবস্থা নেওয়া হবে। থানায় অভিযোগ দেয়ার কয়েক ঘন্টা পার হয়ে গেলেও এখনো মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক ও পত্রিকার সম্পাদক।