বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
কামরুল ইসলামঃ লোহাগাড়া থানার অন্তর্গত পদুয়া আধারমানিক লালার খিল ইমাম মালেক (রা) একাডেমি হেফ্জখানা ও এতিমখানার ২য় তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায় সভাপতিত্ব করছেন হাফেজ মোহাম্মদ কামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের প্রস্তাবিত কমিটি সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ এস এস দেলোয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা জাসাস এ-র সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ ওসমান গনী, প্রদান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা বদিউল আলম জিহাদি, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এস এস দেলোয়ার বলেন আল কোরানের আলো ঘরে ঘরে পৌঁছে দিতে মাদ্রাসা, হেফজখানা, এতিমখানার ভুমিকা অপরিসীম সমাজ কে সুন্দর পরিবেশে পরিচালিত করতে চাইলে কোরানের কোন বিকল্প নেই আর ইসলাম ধর্ম মত দেশ সমাজ পরিচালিত করলে দেশ থেকে সকল ধরনের অপরাধ নির্মুল করা যাবে। তাই ইসলাম কে প্রতিষ্ঠা করতে মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা কে বাছিয়ে রাখতে হবে তাই সমাজের সকল দানশীল ব্যক্তিদের এগিয়ে আশার জন্য আহবান জানিয়েছেন এস এস দেলোয়ার।