মোঃ শাহজাহান বাশার
স্টাফ রিপোর্টার
একজন শিক্ষক যখন শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার বদলে নিজের সুবিধা অনুযায়ী সিদ্ধান্ত নেন, তখন সেটি শুধু নৈতিকতা নয়, প্রশাসনিক দৃষ্টিকোণ থেকেও প্রশ্নবিদ্ধ।
নিমসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমনই একটি গুরুতর অভিযোগ উঠেছে—বিদ্যালয়ের পুরনো বই খাতা ও ফাইলপত্র গোপনে বিক্রি করে দেওয়ার।
বিষয়টি জানা যাওয়ার পর বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির একজন সদস্য বলেন, “আমরা কিছুই জানতাম না। এ ধরনের কাজ প্রধান শিক্ষক এককভাবে করতে পারেন না। প্রশাসনকে তদন্ত করতে হবে।”
প্রশ্ন উঠেছে—একজন শিক্ষক যদি স্বচ্ছতা বজায় না রাখেন, তাহলে শিক্ষার্থীরা কীভাবে নৈতিকতা শিখবে?