বুধবার, ২১ মে ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে
৮১ বোতল বিদেশী মদ,১টি পিকআপ সহ মো.আব্বাস আলী (২০) ও মো.শহিদুল ইসলাম (২৬) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব ১৪। বুধবার (২১মে) ভোরে তাদেরকে উপজেলার খৈলকুড়া এলাকার মিজান কারওয়াস দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্বাস আলী উপজেলার নলকুড়া এলাকার
আজাদ হোসেনের ছেলে এবং
শহিদুল ইসলাম গজারীপাড়া এলাকার জয়নাল আবেদিনের ছেলে।র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,শেরপুর জেলার ঝিনাইগাতীর সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশী ভারতীয় মদ বিক্রয়ের উদ্দেশ্যে শেরপুর শহরের দিকে পিকআপ যোগে রওনা করেছে।এমন সংবাদের প্রেক্ষিতে ঝিনাইগাতীর খৈলকুড়া এলাকার মিজান কারওয়াস দোকান সংলগ্ন পাকা রাস্তার দক্ষিন পার্শ্বে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে একটি পিকআপ আটক করা হয়। এসময় পিকআপের চালক ও চালকের পাশে বসা
আব্বাস আলী ও শহিদুলকে আটক করে। পরে তাদের হেফাজতে থাকা ৮১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বুধবার দুপুরে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়।