শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
টুঙ্গিপাড়ায় অপহরণ চক্রের মূল হোতাসহ একাধিক মামলার দুই আসামি গ্রেফতার রূপগঞ্জে মহাসড়ক বন্ধ করে গণধিকার পরিষদের সমাবেশের আয়োজন : ভোগান্তিতে দুরপাল্লার যাত্রীরা জয়পুরহাটে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। জেলা আদালত প্রাঙ্গণে এসব মাদক ধ্বংস করা হয়। খুলনায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার। বালিয়াডাঙ্গীতে মোটরবাইক চুরির অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চোরকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান । টাংগুয়ার হাওরে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ সর্বদা প্রস্তুত,,টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি গাইবান্ধায় ছাত্রনেতা জীম হত্যা চেষ্টা|| সাবেক ৬ এমপিসহ ৮৫ জনের নামে মামলা ১২০৫ লিটার চোলাই মদ সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদগাঁওতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সফলতা লাভে প্রশিক্ষণের বিকল্প নেই

শেরপুরে হাতীর আক্রমণে নিহত দুই পরিবারকে আর্থিক প্রদান

 

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর:সীমান্তবর্তী শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে নিহত এপিলিস সাংমা ও আজিজুর রহমান আকাশের পরিবারের মাঝে নগদ ২৫ হাজার টাকা করে চেক ও শুকনো খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (২২মে)দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল স্ব-স্ব বাড়ীতে উপস্থিত থেকে নিহতদের স্ত্রীদের হাতে এসব অনুদান প্রদান করা হয়।এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম,কাংশা ইউপি চেয়ারম্যান মো.আতাউর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্যসহকারি মো.সোহানুর রহমান কাজল,সদর ইউপি সদস্য জাহিদুল হক মনির,কাংশা ইউপি সদস্য গোলাপ হোসেন ও এনামুল কবির মানিক মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।জানা গেছে,গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের আজিজুর রহমান আকাশ ও বড় গজনী এলাকার এপিলিস সাংমা বন্য হাতির আক্রমণে মারা যায়। এমতাবস্থায় উপজেলা প্রশাসনের আয়োজনে,জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নির্দেশক্রমে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে নিহত দুই পরিবারের প্রত্যেককে ২৫ হাজার টাকার চেক ও শুকনো খাবার প্রদান করেন। সেইসাথে নিহত দুই পরিবারকে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান সহ প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার করে টাকা প্রদান করবেন বলে জানান ইউএনও।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল সহ অন্যান্যরা বন্য হাতী দ্বারা ক্ষতিগ্রস্ত গজনী বিটের স্টাফ ব্যারাক,স্থানীয় কৃষকদের বিভিন্ন ফলের বাগান ও ধানক্ষেত সরেজমিনে পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত