শনিবার, ১০ মে ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
নওগাঁর মান্দায় দোকানঘর ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় আওয়ামীলীগের ৪ জন নেতাকর্মী গ্রেপ্তার ফুলবাড়ীতে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছের কারনে বোরো ধান থেকে বঞ্চিত কৃষক। কুড়িগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা, কৃষি জমি থেকে মরদেহ উদ্ধার বুড়িচং সীমান্তে বিজিবির অভিযানে সিএনজিসহ ৯ লক্ষাধিক টাকার ভারতীয় গাঁজা জব্দ, আটক মাদক ব্যবসায়ী ভারত সীমান্তে আটক ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ সবার আগে সাধারণ কৃষকদের জিম্মীদশা থেকে মুক্ত করতে হবে মেহেরপুর মুজিবনগরে ভুয়া চিকিৎসকের ৩ মাস, সহযোগীর ১ মাস কারাদণ্ড নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটার মহা উৎসব মেহেরপুর দারিয়াপুরে গাঁজার গাছসহ আটক-২ নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

সবার আগে সাধারণ কৃষকদের জিম্মীদশা থেকে মুক্ত করতে হবে

মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার জীবনগর উপজেলায় আজ শনিবার বেলা ১১ টায় জীবননগরের উথলী ডিগ্রী কলেজ হলরুমে চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন, জেলা কৃষক জোটের সভাপতি এস.এম আব্দুল মোমিন টিপু। মঞ্চে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা কৃষক জোটের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা কৃষক জোটের সম্পাদক শাহজাহান আলী বিশ্বাস, রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম ও চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক জোটের সম্পাদক আব্দুর মুকিত জোয়ার্দ্দার।

কৃষক জোটের নেতৃবৃন্দরা বলেন, সাধারণ কৃষকরা সার, বীজ, কীটনাশক বিক্রেতা ও মধ্যসত্বভোগিদের কাছে জিম্মী। সবার আগে সাধারণ কৃষকদের এই জিম্মীদশা থেকে মুক্ত করতে হবে। তারপর ঐক্যবদ্ধ হয়ে দাবী আদায়ে সোচ্চার হতে হবে।

সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলার রিসো’র সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম।

সভার আলোচ্য বিষয় উপস্থাপন এবং স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষক জোটের সম্পাদক শাহজাহান আলী বিশ্বাস। কৃষক জোটের বিশেষ বিশেষ অর্জন, ভবিষ্যৎ ভাবনা ও করণীয় বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন, জীবননগর উপজেলা কৃষক জোটের যুগ্ম-সম্পাদক চাষী রমজান আলী, উথলী ইউনিয়ন কৃষক জোটের সভাপতি জাহিদুল ইসলাম, মনোহরপুর কৃষক জোটের সভাপতি আকিমুল ইসলাম,

দামুড়হুদা উপজেলা কৃষক জোটের সভাপতি ইমতিয়াজ হোসেন, সম্পাদক আজাদুর রহমান, দামুড়হুদা ইউনিয়ন কৃষক জোটের সভাপতি আ: আলিম, আলমডাঙ্গা উপজেলা কৃষক জোটের সভাপতি এমদাদুল হক, সম্পাদক আব্দুল মালেক, সদস্য বুলবুল সিরাজি সালাম। চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক জোটের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সজল, সদর উপজেলা কৃষক জোটের সদস্য আব্দুল কাদির সোহান, পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোটের সভাপতি আব্দুল জব্বার, জেলা কৃষক জোটের সদস্য জাহানারা বেগম, সদস্য ইয়াকুব আলী জোয়ার্দ্দার প্রমুখ। সভায় কৃষক জোটকে শক্তিশালী ও কার্যকর করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা কৃষক জোটের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, রিসো’ সংস্থার সমন্বয়কারী দারুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত