শনিবার, ১৭ মে ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের অন্যতম শীর্ষ নেতা মির্জা আব্বাস আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ভয়াবহ অর্থ পাচার ও চাঁদাবাজির অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, “আওয়ামী লীগ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে—এটি কোনো কল্পকাহিনি নয়, এটি বাস্তব। আর অন্তর্বর্তী সরকারের গত আট মাসেই ৯০ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, যার পেছনে সরকারের লোকজনই জড়িত।”
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত বিভাগীয় বিএনপির সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব মন্তব্য করেন। সেখানে কুমিল্লা ও আশেপাশের জেলার বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে তিনি আরও বলেন, “এখন সরকারের লোকজনই দেশের সম্পদ বিদেশে পাচার করছে। যারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, তারাই দেশপ্রেমিক সাজছে।”
মির্জা আব্বাস বলেন, “বাংলাদেশের জনগণ আজ জানে, আওয়ামী লীগ কিভাবে ক্ষমতা টিকিয়ে রাখতে বিদেশে টাকা পাঠায়, বিদেশে বাড়ি বানায়, বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেশের অর্থ পাচার করে। এখন অন্তর্বর্তী সরকার বলেই অনেকে দায় নিচ্ছে না, কিন্তু প্রকৃতপক্ষে এই সরকারের ছত্রছায়ায় হাজার কোটি টাকা পাচার হচ্ছে, আর তা করে যাচ্ছে সরকারের লোকজন, প্রশাসনের একটি অংশ।”
তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের নামে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। যারা এ সরকারের ছায়াতলে রয়েছে, তারাই দেশের টাকা বাইরে পাঠিয়ে দিচ্ছে। অথচ সাধারণ মানুষ নিত্যপণ্যের দাম, বেকারত্ব আর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হাহাকার করছে।”
মির্জা আব্বাস বলেন, “আগে বিএনপির শত্রু ছিল শুধু আওয়ামী লীগ। এখন আমাদের শত্রুর তালিকা অনেক বড় হয়েছে। মিডিয়ার একটা অংশ, প্রশাসনের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা, কিছু কথিত বুদ্ধিজীবী—সবাই যেন এখন বিএনপিকে ঠেকাতে মাঠে নেমেছে। তবে আমরা এসব শত্রুকে কেয়ার করি না।”
তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, “বিএনপির সুদিন আসছে—এই সত্য এখন অনেকেই বুঝতে পারছে। তাই তাদের গাত্রদাহ শুরু হয়েছে। তারা এখন আমাদের দমন করতে চাইছে, ভয় দেখাতে চাইছে, কিন্তু বিএনপি ভয় পায় না। আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী।”
এই অনুষ্ঠানে বিএনপির বিভাগীয় পর্যায়ের সদস্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নেতারা। বক্তারা বলেন, “দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে সদস্য সংগ্রহ ও নবায়নের এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিএনপি এখন গোছানোভাবে রাজনীতিতে ফিরে আসছে।”
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
শেষে মির্জা আব্বাস নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা ঐক্যবদ্ধ থাকুন, সাহস হারাবেন না। যারা দেশের সম্পদ লুটে নিচ্ছে, যারা ভোট ডাকাতি করে ক্ষমতায় টিকে আছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে আমরা কখনো পিছপা হব না।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়। সেই পরিবর্তনের নাম বিএনপি।”