মাসুদ রানা জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (আজ) দুপুরে উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সরিষাবাড়ীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিছা রিছিল। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা শামসুল হক, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিসুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব আল আমিন শেখ, স্থানীয় ডিলার, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চলতি মৌসুমে সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে ১,২৫২ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ১,৮৬৩ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সরকারি এই সংগ্রহ কর্মসূচির মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্য পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তারা।