বুধবার, ০৭ মে ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সহিংসতা ও নির্যাতন রোধে নারীর পাশে দাঁড়ানোর কোনো বিকল্প নেই :উপদেষ্টা শারমীন এস মুরশিদ র‌্যাবের অভিযানে নেশা জাতীয় মাদক ট্যাপেন্টাডলসহ গ্রেফতার-১ নোয়াখালীতে যুবদল নেতাকে পিটিয়ে অর্ধ লাশ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ২০হাজার ইয়াবা ও সিএনজিসহ আটক ২ ঈদগাঁওতে প্রশাসনের অভিযানে ১৫৫ টি অবৈধ পশু জব্দ গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগে প্রধান শিক্ষককে গণধোলাই। গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১১৯ বস্তা সরকারি চাল জব্দ, আটক ১ নবাবগঞ্জে ডাঃ জেবায়দা রহমানের দেশে আগমনে উপজেলা বিএনপির শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত জাতীয় পার্টি রংপুর মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন কুড়িগ্রাম উলিপুরে বুড়ি-তিস্তা নদীর গড় কেটে মাটি বিক্রি: হারুনর রশীদকে ১৫ দিনের কারাদণ্ড

সহিংসতা ও নির্যাতন রোধে নারীর পাশে দাঁড়ানোর কোনো বিকল্প নেই :উপদেষ্টা শারমীন এস মুরশিদ

সহিংসতা ও নির্যাতন রোধে নারীর পাশে দাঁড়ানোর কোনো বিকল্প নেই :উপদেষ্টা শারমীন এস মুরশি

ডেক্স নিউজ ঢাকা(৬ মে):সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারীদের প্রতি সহিংসতা ও নির্যাতন রোধে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তাদের পাশে দাঁড়ানোর কোনো বিকল্প নেই। তিনি বলেন, সরকার কেবল মুখে নয়, অন্তর থেকেও নারীর নিরাপত্তা নিশ্চয়তা, কর্মপরিবেশ এবং ক্ষমতায়নে বিশ্বাস করে। এ প্রেক্ষিতে আইএলও কনভেনশন ১৯০ লিঙ্গ সমতা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক সহিংসতা ও হয়রানি মোকাবিলায় বাংলাদেশের অঙ্গীকারের সাথে সামঞ্জস্যপূর্ণ। কর্মক্ষেত্রে লিঙ্গসমতা, হয়রানি, মজুরি বৈষম্য এবং সীমিত আইনি সুরক্ষার মতো চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আইএলও কনভেনশন ১৯০ এর অনুসমর্থনের প্রয়োজনীয়তা এখন আরো স্পষ্ট।

আজ ঢাকায় একটি স্থানীয় হোটেলে ট্রেড ইউনিয়ন ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ডস কমিটির উদ্যোগে এবং আইএলও বাংলাদেশ কান্ট্রি অফিসের সহযোগিতায় ‘কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধে আইএলও কনভেনশন ১৯০’ বিষয়ক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, নারীদের নিরাপত্তা, নিশ্চয়তা ও সুরক্ষা নিশ্চিত করা গেলে কর্মক্ষেত্রে তারা আরো বেশি দক্ষ ও কর্মক্ষম হয়ে উঠবে। তাদের জন্য যদি আমরা একটি নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে না পারি, তবে জাতির কাছে আমাদের জবাবদিহি করতে হবে।

শারমীন এস মুরশিদ বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ শ্রম আইন সংশোধনের কাজ করছে, পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীর প্রতি সকল প্রকার যৌন হয়রানি প্রতিরোধে কাজ করে যাচ্ছে। কর্মশালার মূল লক্ষ্য হলো-কর্মক্ষেত্রে নারী ও পুরুষের অধিকার নিশ্চিত করা। লিঙ্গভিত্তিক সহিংসতা ও হয়রানি মোকাবিলায় নীতিনির্ধারক, নিয়োগকর্তা, শ্রমিক সংগঠন, সুশীল সমাজ এবং আন্তর্জাতিক অংশীদারদের ঐকমত্যের ভিত্তিতে কর্মশালার সুপারিশগুলো বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

উপদেষ্টা আরো বলেন, নতুন বাংলাদেশে নতুনভাবে ভাবছি। তিনি বলেন, নারী-পুরুষকে সমানভাবে বিবেচনা করে কর্মক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। সবাই মিলে সমতাভিত্তিক একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান, আইএলও কান্ট্রি ডিরেক্টর তৃওমো পাওতিয়েনেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হক, ট্রেড ইউনিয়ন ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডাডর্স কমিটির সদস্য চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ ইনস্টিটিউট অভ্ লেবার স্টাডিজ’র নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান আহমেদ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

 

 

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত