মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
মোস্তাফিজুর রহমান কয়রা(খুলনা)প্রতিনিধি :
কয়রা প্রেসক্লাবের সাবেক আহবায়ক ও সমকাল পত্রিকার কয়রা প্রতিনিধি শেখ হারুণ অর রশিদের মা ও সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত কয়রার তিন ব্যক্তির রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় আহত চারজনের সুস্থতা কামনায় দোয়া করা হয়। সোমবার আছরবাদ কয়রা প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আল হেরা কুরআন সুন্নাহ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান
মুহাদ্দিস আশরাফুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কয়রা প্রেসক্লাবের সভাপতি সদর উদ্দিন আহমেদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, ইউপি সদস্য আবু হাসান, কয়রা প্রেসক্লাবের সহসভাপতি এড. আবু বকর, মোঃ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাংলাদেশ, কয়রা পল্লী বিদ্যুৎ পরিচালক ডাঃ জাহিদুল ইসলাম, মানবাধিকার ব্যুরো, কয়রা উপজেলার সভাপতি তরিকুল ইসলাম, সহসভাপতি জিএম মোনায়েম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের আহবায়ক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শেখ আনোয়ার হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম প্রমূখ।