বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
মোঃ জিহান চট্টগ্রাম প্রতিনিধিঃ মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন, বিশেষ করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে কেঁওচিয়া ইউনিয়নের মাদারবাড়ি এলাকায় অবস্থিত নূর হোসেন ব্রিকস ম্যানুফ্যাকচারিং (N.H.B) ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয় এবং লাইসেন্স ব্যতীত ভবিষ্যতে কোনো কার্যক্রম চালানো যাবে না মর্মে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়।
এছাড়া, দক্ষিণ ঢেমশা এলাকায় অবস্থিত গাউছিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারিং (G.B.M) ইটভাটার মালিকপক্ষ ও ম্যানেজারকে লাইসেন্স হালনাগাদ না করা পর্যন্ত কোনো কার্যক্রম চালানো যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়। তাদের আগামী এক মাসের মধ্যে লাইসেন্সের কাগজপত্র হালনাগাদ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল, আনসার সদস্য, সাতকানিয়া থানার পুলিশ সদস্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা অংশগ্রহণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০), পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ (সংশোধিত ২০০৭) এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।