বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাংলাদেশের বিভিন্ন শহরে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি সোমবার রূপ নেয় সহিংসতায়। সিলেট, রাজশাহী, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জসহ একাধিক শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, “বিক্ষোভের নামে বেআইনি কার্যকলাপে অংশ নেওয়া দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুলিশের তাৎক্ষণিক অভিযানে কমপক্ষে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুটি মামলা রুজু করা হয়েছে।”
প্রেস সচিবের বক্তব্য অনুযায়ী, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের সনাক্তে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। একই সঙ্গে অভিযুক্তদের ধরতে রাতভর অভিযান চালানো হয়েছে। এ বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয়ীয় সভাও অনুষ্ঠিত হয়েছে যেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্ত ও বিচারের নির্দেশ দেওয়া হয়েছে।